এমন খারাপ দিন আর দেখেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

সিডনি টেস্ট– অনেকের মনেই দাগ কেটেছে। ম্যাচের পঞ্চম দিন হনুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিনের লড়াই আর ঐতিহাসিকভাবে ভারতের ম্যাচে ফেরার স্মৃতি বহুদিন থাকবে ইতিহাসে। অন্যদিকে নিজেদের ক্যাচ মিসের মহড়ায় জেতা ম্যাচে ড্র করেছে অস্ট্রেলিয়া। এমন ফলের পর নিজেকেই কাঠগড়ায় রাখছেন অসি অধিনায়ক টিম পেইন। জানালেন, নিজের ক্যারিয়ারে এমন দিন খুব বেশি দেখেননি তিনি।

গতকাল সোমবার রোমাঞ্চকর ম্যাচটিতে ড্র করেছে ভারত-অস্ট্রেলিয়া। শেষ ভারতীয় ব্যাটসম্যানদের টিকে থাকার প্রতিরোধ ভাঙতে প্রাণপণ চেষ্টা করেছেন স্বাগতিক বোলাররা। কিন্তু ক্যাচ মিসের মহড়ায় সেটা আর সম্ভব হয়নি। টিম পেইন নিজেও তিনটি ক্যাচ মিস করেছেন। তাই ম্যাচ শেষে ব্যর্থতার দায় মাথা পেতে নিচ্ছেন স্বাগতিক অধিনায়ক।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘আমি খুব হতাশ। উইকেটকিপিং নিয়ে আমি গর্ব করি। কিন্তু এমন  খারাপ দিন (ক্যারিয়ারে) খুব বেশি নেই। দলের জন্য আমাদের ফাস্ট বোলার ও স্পিনাররা পুরোটা দিয়ে বোলিং করেছে এবং দলের জন্য সব কিছু দিয়েছে, (সেখানে নিজের পারফরম্যান্স) ভেবে খারাপ লাগছে। আমার মনে হচ্ছে, আমিই তাদেরকে ডুবিয়েছি। আমাকে এর দায় নিতেই হবে, তবে আগামী সপ্তাহে আরেকটি ম্যাচ আছে, তাই এগিয়ে যেতে হবে।’

গতকাল ম্যাচের শেষ দিনে ভারতের হারের শঙ্কা ছিল প্রবল। তার আগের দিন দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মা শেষবেলায় ফিরে যাওয়ায় দলের হাল ধরেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। সেই ভারতকে বাগে পেয়েও সিডনি টেস্টে জিততে পারল না অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচটি ড্র করল ভারত।

৪০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত পঞ্চম দিন শেষে তুলেছে ৩৩৪ রান। উইকেট হারিয়েছে পাঁচটি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন হনুমা বিহারী (২৩) ও রবিচন্দ্রন অশ্বিন (৩৯)।ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ড্র হয়েছে।