এমবাপ্পের নৈপুণ্যে জিতল পিএসজি
পায়ের চোটে ছিটকে যাওয়া নেইমারের অভাব বুঝতেই দিলেন না কিলিয়ান এমবাপ্পে। নিজে গোল করলেন, সতীর্থের গোলেও অবদান রাখলেন। ফরাসি তারকার নৈপুণ্যে লিগ ওয়ানে নান্তেসের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে প্যারিসের ক্লাব পিএসজি।
গতকাল শনিবার রাতের ম্যাচে ৩-০ গোলে জিতেছে পিএসজি। এমবাপ্পে ছাড়াও একটি করে গোল করেছেন আন্দের এররেরা ও পাবলো সারাবিয়া।
এদিন ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পিএসজি। বিরতির পর প্রথম গোলের দেখা পায় শিরোপাধারীরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ৪৭ মিনিটে এমবাপ্পের বাড়ানো পাস ধরে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পিএসজিকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার এররেরা।
৬৫ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন তিনি। ফলে পেনাল্টি পায় পিএসজি। সুযোগ কাজে লাগিয়ে স্কোরবোর্ডে নাম লেখান বিশ্বকাপজয়ী তারকা।
এরপর শেষের দিকে স্কোরলাইন ৩-০ করেন সারাবিয়া। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
চলতি লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে হারার পর টানা সাত ম্যাচে জয় পেল পিএসজি। বর্তমানে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে আছে টমাস তুখেলের দল। সমান ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে লিওঁ আর তৃতীয় স্থানে আছে রেন। ৮ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে নান্তেস।