এশিয়ান গেমস স্থগিত হওয়ার সম্ভাবনা প্রবল
এ বছর সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান গেমস। চীনে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গেমসটি আপতত স্থগিত হতে পারে। এশিয়ান অলিম্পিক কাউন্সিলের মহাপরিচালক কুয়েতের হুসেইন আল-মুসালাম সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন।
আয়োজক কমিটির কর্মকর্তা এএফপিকে বলেছেন, সেপ্টেম্বরে সাংহাইয়ের কাছে হাংঝুতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান গেমস। তবে গেমসটি পেছাতে পারে।
এশিয়ান অলিম্পিক কাউন্সিলের মহাপরিচালক হুসেইন আল-মুসালাম এ ব্যাপারে বলেন, ‘এখন পর্যন্ত কমিটি আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে গেমসটি স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
করোনা মহামারীর পর থেকে চীনে বেশিরভাগ আন্তর্জাতিক ক্রীড়া আসর স্থগিত হয়। যদিও বেইজিংয়ে ফেব্রুয়ারিতে কঠোর বায়ো-বাবলে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করেছিল।
চীনের বৃহত্তম শহর সাংহাইতে দুই বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা। সপ্তাহব্যাপী বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।
অবশ্য গেমসের জন্য ৫৬টি ডিসিপ্লিনের ভেন্যু তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। হাংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা লু চুনজিয়াং রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি বলেন, ‘গেমস আয়োজনের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে।’
সাংহাই থেকে ২০০ কিলোমিটার দূরে হ্যাংঝুতে ১০-২৫ সেপ্টেম্বর এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ১৯৯০ সালে বেইজিং এবং ২০১০ সালে গুয়াংজুতে এশিয়ান গেমস আয়োজন করেছিল চীন।