এশিয়ান গেমসে ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ

Looks like you've blocked notifications!
১৯তম এশিয়ান গেমসে ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

আগামী বছর চীনের হ্যানজং শহরে বসছে ১৯তম এশিয়ান গেমস। গেমসে ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ। আজ শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নিয়েছিল ১২ ডিসিপ্লিনে। চীনে অনুষ্ঠেয় এই গেমসে বিচ ভলিবল ও রোইংয়ে অংশ নেবে না বাংলাদেশ। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট, তায়কোয়ান্দো, রোলার স্কেটিং, জিমন্যাস্টিকস, কারাতে ও ফেন্সিং।

এ বছর এপ্রিলে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হবে। আগামী ১ থেকে ১০ এপ্রিল দেশের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা। ২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয়েছিল।

আর আগামী সেপ্টেম্বরে তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম ইসলামি সলিডারিটি গেমস। এই গেমসে বাংলাদেশ ১৩টি খেলায় অংশ নেবে। গেমসটি অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১৯ সেপ্টেম্বর।

এশিয়ান গেমসে ১৭ ডিসিপ্লিন : সাঁতার, ফেন্সিং, কাবাডি, তায়কোয়ান্দো, আরচ্যারি, ফুটবল, কারাতে, ভারোত্তোলন, অ্যাথলেটিকস, গলফ, ব্রিজ, বাস্কেটবল, জিমন্যাস্টিকস, রোলার স্কেটিং, ক্রিকেট, হকি ও শুটিং।