এশিয়া ও বিশ্ব একাদশের হয়ে যাঁরা খেলবেন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী মাসে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ দুটিতে কারা খেলবেন, তা নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। অবশেষে ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে মুখ খুলেছেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। পুরোপুরি নিশ্চয়তা না দিলেও বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের হয়ে খেলতে ইচ্ছুক ক্রিকেটারদের নাম জানিয়েছেন বিসিবি সভাপতি।
কদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এশিয়া একাদশের হয়ে খেলতে পারেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিসহ আরো তিনজন। তবে বিসিবি সভাপতি আজ মঙ্গলবার কোহলির আসার ব্যাপারে খোলাসা করে কিছু বলেননি। তবে জানিয়েছেন, এশিয়া একাদশের জন্য ভারত থেকে চারটি নাম পেয়েছেন তাঁরা। সেখানে কোহলিকেও একটি ম্যাচে পাওয়া নিয়ে কথা চলছে।
নাজমুল হাসান বলেন, ‘এশিয়া একাদশে ভারত থেকে চারটা নাম আমরা পেয়ে গেছি। এখন পর্যন্ত আমরা সেগুলাই জানি। তবে এখনো চুক্তি সম্পন্ন হয়নি। চারজন হলেন রিশাব পন্থ, কুলদীপ যাদব, শিখর ধাওয়ান ও মোহাম্মদ শামি। একটা ম্যাচের জন্য বলেছে লোকেশ রাহুল। একটা ম্যাচ রাহুল, একটা ম্যাচ কোহলি—এ ধরনের কথাবার্তাই বলেছে। কিন্তু এখন পর্যন্ত ওটা ফাইনাল হয়নি। একটা ম্যাচ রাহুল খেলবে, এটা বলেছে।’
এ ছাড়া আফগানিস্তান থেকে রশিদ খানকে আনা হবে বলে জানালেন বিসিবি সভাপতি, ‘আফগানিস্তান থেকে রশিদ খান এবং মুজিবকে মোটামুটি ফাইনাল করেছি। কিন্তু চুক্তি সই করিনি, করব। গতকাল রাতে এটা শেষ করেছি। নেপাল থেকে লামিচানকে বলা হচ্ছে। শ্রীলঙ্কা থেকে মালিঙ্কা ও থিসারা পেরেরার সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের ধারণা, দুটি ম্যাচ আছে তো, একটা ম্যাচে যদি বেশি খেলোয়াড় খেলাতে নাও পারি আরেক ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারব। তামিম, মুশফিক তো কনফার্ম, এদের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরো দুজন আছে, একজন রিয়াদ, আরেকজন মুস্তাফিজ। আরেকজন নিয়ে ওদের সঙ্গে কথা হচ্ছে, সে হলো লিটন দাস। এখানে পজিশনের ওপর অনেক কিছু নির্ভর করবে। এমন না যে আমাদের সবচেয়ে ভালো খেলোয়াড়রাই খেলতে পারবে। ওই জায়গায় অন্য দেশের আরেকটু ভালো খেলোয়াড় আছে। আমাদের চার-পাঁচজন থাকবে, এটা নিশ্চিত।’
বিশ্ব একাদশ নিয়ে নাজমুল বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে চার-পাঁচজন করে আসছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের খেলা চলছে, জানি না কয়জন আসবে। তবে জনি বেয়ারস্টো থাকবে। ক্রিস গেইল থাকার কথা। ফাফ ডু প্লেসিও থাকবে।’