এশিয়া কাপ ঘরেই রেখে দিতে চান বাংলাদেশের মেয়েরা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : বিসিবি

গত এশিয়া কাপের মঞ্চে ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের মেয়েরা। ভারতকে হারিয়ে জিতেছেন এশিয়া কাপের মুকুট। এবার ঘরের মাঠে মুকুট ধরে রাখার মিশন বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নিজেদের মাঠে হওয়া টুর্নামেন্টের শিরোপা ঘরেই রেখে দিতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে এই সাফল্য পায় রুমানার-সালমারা। চ্যাম্পিয়নের তকমা নিয়ে আজ মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। ঢাকায় পা রেখেই এশিয়া কাপ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অধিনায়ক সাংবাদিকদের বলেন, ‘আমি বলব, যে এটি (বিশ্বকাপের বাছাইপর্ব) আমাদের জন্য সেরা প্রস্তুতি ছিল, কারণ ম্যাচ অনুশীলনের চেয়ে ভালো কোনো প্রস্তুতি হতে পারে না। যেহেতু আমরা এই ফরম্যাটেই খেলে এসেছি, তাই এশিয়া কাপে এটি আমাদের অনেক বেশি সাহায্য করবে। কারণ কমবেশি দল কিন্তু আমরা একই পাচ্ছি। আমরা একসঙ্গে খেলছি। এশিয়া কাপে যদি টিম কম্বিনেশন ঠিক থাকে, দল হিসেবে কাজ করতে পারি আমার কাছে মনে হয় এশিয়া কাপে ভালো একটা রেজাল্ট হবে।'

ঘরের মাঠে শিরোপা জিততে শতভাগের বেশি দিতে প্রস্তুত মেয়েরা। অধিনায়ক শিরোপা জয়ের ব্যাপারেও আশাবাদী, ‘১১০ ভাগ অবশ্যই (আশাবাদী)। কারণ নিজের মাটিতে খেলা এবং দল ভালো শেপে আছে। তাই অবশ্যই চাইব ঘরের মাঠে ঘরের শিরোপা থাকে।'