এশিয়া কাপ নিয়ে ভারতীয় দলকে যে বার্তা দিলেন সৌরভ

Looks like you've blocked notifications!
ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ছবি : সংগৃহীত

আর কদিন বাদে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। ২৭ আগস্ট শুরু হবে এই অঞ্চলের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। আর ২৮ আগস্ট ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এই ম্যাচটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী মনে করেন, শুধু পাকিস্তান ম্যাচে জয় নয় এশিয়া কাপ জেতাই ভারতের লক্ষ্য হওয়া উচিত।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমি এটিকে এশিয়া কাপ হিসেবেই দেখছি। আমি শুধু ভারত ও পাকিস্তানের ম্যাচ হিসেবে দেখছি না। আমি যখন ক্রিকেট খেলতাম তখন ভারত ও পাকিস্তান আমার কাছে স্রেফ একটা ম্যাচ ছিল মাত্র। আমার লক্ষ্য ছিল যে কোনো টুর্নামেন্টে জয়। ভারতের এই দলটা খুব ভালো। তারা সাম্প্রতিক সময়ে খুব ভালো খেলছে। আশা করব এই দলটা এশিয়া কাপেও খুব ভালো পারফরম্যান্স করবে।’

এদিকে এশিয়া কাপ ভারত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ১৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে তারা ৮ ম্যাচে জিতেছে ভারত এবং ৫ ম্যাচে পাকিস্তান।