ওমরাহ পালন করলেন জাতীয় দলের ফুটবলাররা
সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল রোববার (১২ মার্চ) অনুশীলন ছিল না লাল-সবুজ জার্সিধারীদের। সেই সুযোগে মক্কায় গিয়ে ওমরাহ পালন করলেন জাতীয় দলের ফুটবলার ও কোচিং স্টাফরা।
সৌদি সময় দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ওমরাহ পালন করেন জামাল ভূঁইয়ারা। নিজ পরিবার, ফুটবলের উন্নয়নের পাশাপাশি দেশের জন্যও দোয়া করেছেন তারা। বিকেলে ওমরাহ শেষে মক্কা থেকে ফের মদিনার ফিরেন তারা।
ব্রুনাই ও সিশেলকে সঙ্গে নিয়ে আগামী ২২ মার্চ থেকে তিনজাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। আসন্ন এই ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে সৌদি আরবে প্রস্তুতি সারছেন জাতীয় দলের ফুটবলাররা।
এর আগে, গত শনিবার (১১ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মদিনার ক্লাব উহুদের সঙ্গে একটি অনুশীলন ম্যাচে অংশ নেয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লাল-সবুজ জার্সিতে মিডফিল্ডার সোহেল রানা একটি গোল করেন।