ওরা নেই এটা ভেবে বসে থাকলে চলবে না : মুমিনুল

Looks like you've blocked notifications!

আইসিসির নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছুটিতে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। দুই বড় তারকাকে ছাড়াই আগামীকাল বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নে পা দেবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সিরিজের আগে যখন ঘুরে-ফিরে সাকিবের কথা আসছে তখন নতুন অধিনায়ক মুমিনুল হক জানালেন, সাকিব-তামিম নেই, এটা নিয়ে বসে থাকতে চান না তিনি। বরং যারা আছেন তাদের এখন আরো বেশি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন মুমিনুল।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ইন্দোরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল লড়াইকে সামনে রেখে আজ বুধবার সাকিব-তামিমের উপস্থিতি প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আসলে সাকিব ভাই একজনের জায়গায় দুজন। তামিম একজন। তারা দুজন মিলে তিনজন। এখন তারা যেহেতু নেই আমাদের এটা ভেবে বসে থাকলে চলবে না। আমাদের যারা আছে তাদের নিয়েই লড়াই করতে হবে। এখানে একটা ইতিবাচক দিক হলো, সবাই এখন আগের থেকে বেশি ফোকাস দিচ্ছে। আর আমার মনে হয় সবার এখন আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

সাকিবের অবর্তমানে শেষ মুহূর্তে টেস্টের দায়িত্ব পড়ে মুমিনুলের কাঁধে। বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে কাল দেশকে নেতৃত্ব দেবেন তিনি। অবশ্য নতুন দায়িত্ব নিয়ে খুব একটা চাপ নিচ্ছেন না তিনি। বরং অধিনায়কত্ব করতে গিয়ে নতুন কিছু শিখতে পারবেন বলে মনে করেন মুমিনুল, ‘আমাকে যখন টেস্টের দায়িত্ব দেওয়া হয় তখন থেকে আমি এখনো কোনো চাপ অনুভব করিনি। দলে আমি আগে যেমন ব্যাটসম্যান হিসেবে খেলেছিলাম, সেভাবেই ব্যাটসম্যান হিসেবে খেলব। নেতৃত্বের দায়িত্বের একটা বড় দিক হলো বাড়তি কিছু শেখা যায়। আশা করি সামনের দিকে এগুলো আরো বেশি কাজে দেবে। আমি মনে করি, এটা আমার পারফরম্যান্স ভালো করতেও সাহায্য করবে।’