‘ওয়েস্টার্ন ব্লক’ একজোট হয়ে পাকিস্তানকে বিপদে ফেলছে : রমিজ রাজা
নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর রেশ কাটতে না কাটতেই পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ক্রিকেট দল। অক্টোবরের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু সফরটি বাতিল করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবির এই সিদ্বান্তে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা। এ ব্যাপারে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ইংল্যান্ড সফরটি বাতিল করায় আমি খুবই হতাশ হয়েছি। ওয়েস্টার্ন ব্লক এসব ক্ষেত্রে একজোট হয়ে পরস্পরের পাশে থাকে। নিরাপত্তা হুমকি ও শঙ্কার কথা বলে আসলে যে কোনো সিদ্ধান্তই নেওয়া যায়। নিরাপত্তা শঙ্কার ধরণ নিয়ে কোনো তথ্য নিউজিল্যান্ড আমাদের সঙ্গে শেয়ার করেনি। এখন ইংল্যান্ডের ঘোষণা এলো। ওয়েস্টার্ন ব্লক এক জোট হয়ে পরিকল্পনা করে এবং সিদ্ধান্ত নেয়।’
এই বিষয়ে আইসিসির কাছে অভিযোগ করবে বলেও জানান রমিজ। এমন পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়ার কথা বলেন তিনি, ‘আমরা ক্রিকেট পাগল জাতি। আমরা টিকে থাকব, অতীতের মতো নতুন পথ খুঁজে নেবো। আমরা আইসিসির কাছে অভিযোগ করব। আমরা লড়াই করে ঘুরে দাঁড়াব।’
নিউজিল্যান্ড-ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াও পাকিস্তান সফর বাতিল করতে পারে বলে জানান রমিজ। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দেশে ক্রিকেট বন্ধ হবে না। তবে ক্রিকেট সম্প্রদায় যদি এসব খেয়াল না করে, তাহলে এটা থাকার দরকার নেই।’