ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক নিকোলাস পুরান
গত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। তাঁর বিদায়ে অধিনায়কত্বের জায়গাটা ফাঁকা হয়ে যায়। সেখানে গত কয়েকদিন ধরেই নাম আসছিল নিকোলাস পুরানের। অবশেষে সেটাই হলো। সাদা বলের ক্রিকেটে পোলার্ডের জায়গায় পুরান করা হলো ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক।
পুরানকে নতুন অধিনায়ক করার খবর এক বিবৃতিতে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে পুরানের ডেপুটি করা হয়েছে শাই হোপকে।
নতুন অধিনায়ককে নিয়ে বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লিউআই) পরিচালক জিমি অ্যাডামস বলেছেন,‘আমরা বিশ্বাস করি, অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং দলের মধ্যে সম্মান পাওয়া বিচারে সাদা বলে অধিনায়কত্ব করতে প্রস্তুত নিকোলাস।’
আর নতুন দায়িত্ব নিয়ে পুরান বলেন,‘ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হতে পেরে গর্ব লাগছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দারুণ অবদান রাখা দুর্দান্ত কিছু ক্রিকেটারের পদাঙ্ক অনুসরণ করব আমি। অধিনায়ক হতে পারাটা আমার ক্যারিয়ারের উজ্জ্বল মুহূর্ত। সমর্থকদের জন্য মাঠে দল নিয়ে দারুণ কিছু করতে চাই।’