ওয়েস্ট ইন্ডিজে নতুন টুর্নামেন্ট
নতুন একটি টুর্নামেন্টের উন্মোচন করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ৬০ বলের এই টুর্নামেন্ট দ্রুত মাঠে গড়াচ্ছে। আগামী ২৪ থেকে ২৮ অগাস্ট হবে আসরটি।
ক্রিকবাজের খবরে জানা গেছে, ‘সিক্সটি’ নামের টুর্নামেন্টটিতে খেলবে সিপিএলের ছেলেদের ছয় ফ্র্যাঞ্চাইজি ও মেয়েদের তিন দল।
আসরে থাকছে বেশ কিছু নতুন নিয়ম। ব্যাট করতে নামা প্রতিটি দলের ষষ্ঠ উইকেটের পতন হলে অলআউট হয়ে যাবে। তাদের ফিল্ডিং সীমাবদ্ধতাসহ দুটি পাওয়ারপ্লে ওভার থাকবে এবং ইনিংসের প্রথম ১২ বলে দুটি ছক্কা মারলে তৃতীয়টি আনলক হবে। পাওয়ারপ্লের অতিরিক্ত ওভারটি ৩-৯ ওভারের মধ্যে নেওয়া হতে পারে।
বোলিং সাইড অন্য প্রান্তে যাওয়ার আগে এক প্রান্ত থেকে ৩০ বল (পাঁচ ওভার) বল করবে। কোনো বোলার ইনিংসে দুই ওভারের বেশি বল করতে পারবেন না। সময়মতো ওভার শেষ করতে না পারলে শাস্তি পাবেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ যৌথভাব টুর্নামেন্টি আয়োজন করছে। বিদেশি খেলোয়াড়রাও এই টুর্নামেন্টে খেলতে পারবেন।