কঠোর লকডাউন, ব্রিসবেন টেস্ট নিয়ে জটিলতা

Looks like you've blocked notifications!
ভারত বনাম অস্ট্রেলিয়ার লড়াই। ছবি : সংগৃহীত

ব্রিসবেন টেস্ট নিয়ে জটিলতা আরো বেড়েছে। আজ শুক্রবার নতুন করে আরো তিন দিনের লকডাউন জারি করেছে ক্যুইন্সল্যান্ড সরকার। ফলে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান সিরিজের চতুর্থ টেস্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন সৌরভ গাঙ্গুলী। বাড়ি ফিরেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) চিঠি লিখে ব্রিসবেনের কড়া কোয়ারেন্টিনের নিয়ম শিথিল করার অনুরোধ করেছেন তিনি।

এরপর অস্ট্রেলিয়ার সংবাদপত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায় সে দেশের বোর্ডের এক সূত্র বলেছেন, ‘এই তিন দিনের লকডাউনের কী প্রভাব পড়তে চলেছে ব্রিসবেনে, তা ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা খতিয়ে দেখছেন। আমরা জানি ভারত এরই মধ্যে কঠোর জৈব সুরক্ষা বলয়ে আপত্তি জানিয়ে আমাদের চিঠি দিয়েছে।’

জানা গেছে, ব্রিসবেনে এক হোটেল কর্মী করোনায় আক্রান্ত। তাঁর দেহে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। তাই সেখানকার প্রশাসন আরো কঠোর হয়েছে। প্রাথমিকভাবে ৩৬ হাজার দর্শককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেবে ভেবেছিল অসি ক্রিকেট বোর্ড। কিন্তু এই পরিস্থিতিতে পরিকল্পনা ফের বদলাতে পারে।

কদিন আগেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্রিসবেনে কঠোর কোয়ারেন্টিনের মধ্যে খেলা নিয়ে আপত্তি জানায়। তারা শেষ দুটি ম্যাচ সিডনিতে করার দাবি জানিয়েছিল।