করাচিতে পাকিস্তানের অবিশ্বাস্য এক কীর্তি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/16/pak_vs_aus_0.jpg)
পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে এক বিরল রেকর্ডের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। চতুর্থ ইনিংসে ব্যাট করে ১০০০ বলেরও বেশি খেলে টেস্ট ম্যাচ ড্র করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচিতে দারুণ লড়াই করলেন বাবর আজমরা। চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করলেন দুই পাকিস্তানি ব্যাটার বাবর-রিজওয়ান। আর শফিকের ৯৬ রানে ভর করে অস্ট্রেলিয়ার জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় পাকিস্তান।
এই ঘটনা এর আগে মাত্র একবার হয়েছে। ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ড এই কীর্তি গড়েছিল। টানা ১০ দিন চলার পরও সেই টেস্টের ফল হয়নি।
করাচি টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫৫৬ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট হয়ে যায়।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ৯৭ রান করে ইনিংস ঘোষণা করে। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান দল ৭ উইকেট হারিয়ে ৪৪৩ রান করে ম্যাচ অবিশ্বাস্যভাবে ড্র করে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৫৫৬/৯ ডি. ও ৯৭/২ ডি.
পাকিস্তান : ১৪৮ ও ৪৪৩/৭, (শফিক ৯৬, বাবর ১৯৬, ফাওয়াদ ৯, রিজওয়ান ১০৪*, ফাহিম ০, সাজিদ ৯, নুমান ০*; স্টার্ক ২১-৬-৫৮-০, কামিন্স ২৬-৬-৭৫-২, সোয়েপসন ৫৩.৪-৮-১৫৬-০, লায়ন ৫৫-২০-১১২-৪, গ্রিন ১৫-৪-৩২-১)।
ফল : ম্যাচ ড্র।