করোনাকালে স্ত্রীর ভালোবাসায় সিক্ত কোহলি
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গৃহবন্দি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে সময়টা বেশ ভালোই কাটছে তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি জানান দিচ্ছেন দুজনেই। কখনো আনুশকার সঙ্গে রান্না করছেন, আবার কখনো ফুলগাছে পানি দিচ্ছেন, আবার কখনো টিকটকে মজা করছেন।
তারকা স্ত্রীর সঙ্গে এমন সুন্দর সময় কাটাতে পেরে খুশি কোহলি। তাই আনুশকার প্রতি আবারও ভালোবাসা প্রকাশ করলেন টুইটারে। আনুশকার সঙ্গে একটি ছবি পোস্ট করে কোহলি লিখেছেন, ‘তোমার ভালোবাসা আমার পৃথিবীতে আলো এনেছে। আমার প্রতিটি দিন তুমিই আলোকিত করে রাখ। তোমাকে ভালোবাসি।'
এদিকে, বর্তমান দুর্যোগকালে অনলাইনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে নিজের সাফল্য পাওয়ার গল্প শুনিয়েছেন কোহলি। সম্প্রতি এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘প্রথমবার রাজ্য দল থেকে বাদ পড়ার পর আমি অনেক কেঁদেছিলাম। সারা রাত আমি চিৎকার করে কেঁদেছি। বিশ্বাসই করতে পারছিলাম না। কারণ, আমি রান করছিলাম, তাই কোনো যুক্তি খুঁজে পাচ্ছিলাম না। পারফর্ম করেই ওই পর্যায়ে গিয়েছিলাম, কিন্তু সুযোগ দেওয়া হয়নি। এরপর আমি কোচকে টানা দুই ঘণ্টা জিজ্ঞাসা করেছি, কেন আমাকে সুযোগ দেয়নি। আমি কোনো যুক্তিই খুঁজে পাচ্ছিলাম না। আসলে যদি অনেক চেষ্টা থাকে, নিজের ভেতর আবার ঠিকই প্রেরণা খুঁজে পাওয়া যায়।’
এর পরেই কোহলির ঘুরে দাঁড়ানোর গল্প শুরু। ২০০৬ সালে সুযোগ পান দিল্লি দলের হয়ে। দুই বছর পর অভিষেক হয় ভারতীয় জাতীয় দলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
এরই মধ্যে প্রেমে পড়েন আনুশকা শর্মার। ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন দুই তারকা। তারকা স্ত্রী সম্পর্কে কোহলি বলেন, ‘আসলে আনুশকার সঙ্গে দেখা হওয়ার পর ধৈর্য ব্যাপারটি খুব ভালোভাবে শিখেছি। আগে আমি খুব অধৈর্য ছিলাম। ওর ব্যক্তিত্বের দিকে তাকিয়ে, বিভিন্ন পরিস্থিতিতে ওর ধৈর্য আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। শিখিয়েছে কীভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। অনেক কঠিন পরিস্থিতিতে নিজের অহংবোধ হজম করে ফেলতে হয়, প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে পথ খোঁজার চেষ্টা করতে হয়। তাহলে উপায় মিলবেই। আমি ওকে এটিই করতে দেখিছি এবং ওকে দেখে শিখেছি।'