করোনাভাইরাসে আক্রান্ত রোনালদিনহো

Looks like you've blocked notifications!
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক ফুটবলার রোনালদিনহো। ছবি : সংগৃহীত

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় খবরটি নিজেই জানিয়েছেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি মিডফিল্ডার।  

চলতি বছরটা মোটেই ভালো যাচ্ছে না রোনালদিনহোর। বছরের শুরুতে জড়াতে হয় আইনি ঝামেলায়। ভুয়া পাসপোর্ট দেখিয়ে প্যারাগুয়েতে ঢুকে গত মার্চে জেল খাটতে হয় বিশ্বকাপজয়ী তারকাকে। ৩২ দিন জেল খাটার পর এপ্রিলে এক হোটেলে গৃহবন্দি থাকতে হয়। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে আগস্টে তাঁর সাজার মেয়াদ শেষ হয়। 

বর্তমানে বেলো হরিজেন্তের একটি অঞ্চলে কোয়ারেন্টিনে আছেন রোনালদিনহো। সেখান থেকে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় বার্সেলোনার সাবেক মিডফিল্ডার বলেন, ‘একটি অনুষ্ঠানে অংশ নিতে কাল বেলো হরিজেন্তেয় এসে পৌঁছাই। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি। ভালোই আছি, শরীরে কোনো লক্ষণ নেই। এ কারণে অনুষ্ঠানে পরেও অংশ নেওয়া যাবে। দ্রুতই একসঙ্গে হব আবার।’

ফুটবল তারকাদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কদিন আগে আক্রান্ত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে তুরিনে সেলফ আইসোলেশনে আছেন জুভেন্টাস তারকা। এর আগে আক্রান্ত হন নেইমার, পাওলো দিবালা, পল পগবা, ইব্রাহিমোভিচ, সাদিও মানেসহ আরো অনেক তারকা ফুটবলার।