করোনাভাইরাসে আক্রান্ত হলেন মেসির সতীর্থ

Looks like you've blocked notifications!
মেসির সঙ্গে এজেকুয়েল গ্যারায়। লা লিগায় অবশ্য তিনি মেসির প্রতিপক্ষ। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা এজেকুয়েল গ্যারায়। লিওনেল মেসির আর্জেন্টিনার জাতীয় দলে তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলেন। আর স্প্যানিশ লা লিগায় তিনি খেলেন ভ্যালেন্সিয়া ক্লাবে।

এই প্রথম স্পেনের শীর্ষ ফুটবল লিগের কোনো ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হলেন। সংবাদ মাধ্যম বিবিসি ও মার্কা ওই তথ্য জানিয়েছে।  

আজ রোববার ভ্যালেন্সিয়ার পক্ষ থেকে জানানো হয়, গ্যারায়সহ ক্লাবটির মোট পাঁচজন ফুটবলার ও স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ক্লাবটির পক্ষ থেকে আরও জানানো হয়, আক্রান্ত ওই পাঁচজন সুস্থ আছেন। তাঁরা নিজ বাড়িতেই অন্যদের থেকে আলাদা হয়ে অবস্থান করছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যারায় লিখেছেন, ‘২০২০ মন্দ ভাগ্য নিয়ে এসেছে আমার জন্য। আমি ভালো আছি এবং কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ মেনে চলছি।’

সম্প্রতি রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দলের এক সদস্যের করোনাভাইরাস ধরা পড়ে। এর পরই বাস্কেটবল দলের পাশাপাশি ক্লাবটির ফুটবল দলকেও হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। আর রিয়ালের ওই ঘোষণার পর দুই সপ্তাহের জন্য খেলাই বন্ধ রাখার ঘোষণা দেয় লা লিগা কর্তৃপক্ষ।  

ইতালির পর স্পেনে করোনাভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।