করোনাভাইরাস আতঙ্কে ভারত সফর নিয়ে ভাবছে দক্ষিণ আফ্রিকা!

Looks like you've blocked notifications!

করোনাভাইরাস আতঙ্ক এখন সারা বিশ্বে। এর প্রভাব পড়েছে খেলার দুনিয়ায়ও। এরই মধ্যে বাতিল হয়েছে একাধিক টুর্নামেন্ট। ভারত সফরের আগে বিষয়টি নিয়ে ভাবছে দক্ষিণ আফ্রিকাও। করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভারত সফরে যাবে বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী রোববার ভারতের উদ্দেশে রওনা দেওয়ার কথা দক্ষিণ আফ্রিকার। করোনাভাইরাস আতঙ্কে এই সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিএসএ।

এক বিবৃতিতে সিএসএ জানায়, ‘স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতের জন্য সিএসএ ঝুঁকি মূল্যায়ন করছে। খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

সিএসএ জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্চে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভারতীয় ক্রিকেট বোর্ড ও ভারতে দক্ষিণ আফ্রিকা দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও বিভিন্ন পরামর্শ দিচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকা দলটি দুবাই হয়ে ভারতের যাবে। দিল্লিতে একদিন সময় কাটাবে তারা। এরপর ওয়ানডে সিরিজের জন্য ধর্মশালা, লক্ষ্ণৌ ও কলকাতায় যাবে তারা।’

অবশ্য বিসিসিআই জানিয়েছে, খেলার ভেন্যুগুলোতে কোনো ভাইরাসের ইঙ্গিত পাওয়া যায়নি। 

আগামী ১২ মার্চ ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা।