করোনাভাইরাস : বাংলাদেশের মানুষের প্রতি ফুটবল কোচের বার্তা

Looks like you've blocked notifications!

করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে প্রতিনিয়তই বাড়ছে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় অনেকেই সহযোগিতায় এগিয়ে যাচ্ছেন। এবার সে তালিকায় নাম লেখালেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। সহকারী কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ওয়াটকিসসহ করোনা নিয়ে বাংলাদেশের মানুষের প্রতি বার্তা পাঠিয়েছেন জেমি ডে।

‘প্রিয় বাংলাদেশের মানুষ, স্টুয়ার্ট (ওয়াটকিস) ও আমি (জেমি ডে) এই দুঃসময়ে আমাদের সমর্থকদের জন্য কিছু বলার প্রয়োজন অনুভব করছি। সামনের মাসগুলো হতে যাচ্ছে কঠিন পরীক্ষার সময়। জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এ সময়টা কাটাতে হবে আমাদের। দয়া করে পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা মেনে সুস্থ ও নিরাপদ থাকুন। করোনাভাইরাসের বিস্তার রোধে বিচক্ষণ পদক্ষেপ নিন এবং যারা ঝুঁকিতে আছে, তাদের রক্ষায় সাহায্য করুন।

‘সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষ একসঙ্গে প্রার্থনা করে এবং কাজ করে। এখন আমাদের ভিন্নভাবে একতা দেখাতে হবে, পরস্পরকে রক্ষা করতে হবে। এর মানে হচ্ছে, এই গুরুত্বপূর্ণ সময়ে একসঙ্গে কাজ করতে হবে পরস্পরের দূরে থাকতে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামাজিক দূরত্ব।

‘অসাধারণ এই দেশটির মানুষ আত্মশৃঙ্খলায় দারুণ দক্ষ এবং এখন এটার চর্চা করতে হবে ভিন্ন কারণে। আমার বিশ্বাস, আপনারা পারবেন। আমাদের জাতীয় দলের খেলা আপাতত থমকে গেছে। কিন্তু যখন ফেরার সময় হবে, আমি আবারও দলকে গর্বের সঙ্গে সামনে এগিয়ে নেব। এই কঠিন সময়ে আপনাদের জন্য আমাদের ভালোবাসা ও শুভ কামনা থাকল যেন সবাই শক্ত থাকতে পারেন। আমাদের প্রার্থনায় বাংলাদেশিরাও আছেন।’