করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন আকরাম খান

Looks like you've blocked notifications!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। ছবি : সংগৃহীত

কদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক আকরাম খান। আশার কথা এবার করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন তিনি।

গতকাল রোববার রাতে বাসায় ফিরেছেন আকরাম খান। এ ব্যাপারে এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে করোনা নেগেটিভ এসেছে। সব স্বাভাবিক আছে এখন। আমার জন্য দোয়া করবেন।’

খুব বেশি জটিলতা না থাকলেও সতর্কতার অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল আকরাম খানকে। তাঁর ফুসফুসে ৩০ ভাগ সংক্রমিত হয়েছিল। অবশ্য তাঁর পরিবারের আন্যদের নেগেটিভ আসে।

এর আগে গত ১০ এপ্রিল আকরাম খান নিজেই জানিয়েছিলেন তাঁর করোনা আক্রান্তের খবরটি। তখন স্বাস্থ্যবিধি মেনে নিজ বাসাতে সেল্ফ আইসোলেশনে ছিলেন।

আকরাম খানের আগে করোনায় আক্রান্ত হন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। নিজ দেশ শ্রীলঙ্কায় যেতে করোনা টেস্ট করে পজিটিভ হয়েছিলেন তিনি।

এ ছাড়া জাতীয় নারী দলের পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন, কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা ও আনাই মোগিনী। বাফুফে ভবনে আইসোলেশনে আছেন তাঁরা। তাদের হালকা উপসর্গ আছে।