করোনার কারণে প্রাইজমানি কমানোর ভাবনা উয়েফার

Looks like you've blocked notifications!
চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের প্রাইজমানি কমানোর পরিকল্পনা নিচ্ছে উয়েফা। ছবি : সংগৃহীত

করোনা মহামারির কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী পাঁচ বছর চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের প্রাইজমানি কমানোর পরিকল্পনা নিচ্ছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

রয়টার্সের খবরে জানা গেছে, এরই মধ্যে উয়েফা সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে বিষয়টি অবহিত করেছে। করোনার কারণে প্রায় ৫১৪ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়েছে উয়েফা। টেলিভিশন ও স্পন্সর স্বত্ব থেকে এই আর্থিক ক্ষতি হয়েছে বলে উয়েফা জানিয়েছে। করোনার কারণে গত মৌসুমের নক আউট পর্ব দেরিতে শেষ হওয়ায় এই ক্ষতি হয়েছে।

করোনা মহামারির কারণে এই দুটি প্রতিযোগিতা গত মার্চে বন্ধ করে দেওয়া হয়েছিল। আগস্টে ইউরোপের শীর্ষ লিগগুলো শেষ হওয়ার পর আসরটি আবার মাঠে গড়ায়। নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য স্টেডিয়ামে নকআউট পর্ব আয়োজন করে উয়েফা। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সিঙ্গেল লিগে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।