করোনার দুর্দিনে আলিম দারের দারুণ উদ্যোগ
আম্পায়ার হিসেবে আলিম দারের বেশ সুনাম। করোনাভাইরাসের দাপটে এখন খেলা নেই। তারপরও সংবাদ হয়েছেন পাকিস্তানি এ আম্পায়ার। লাহোরে তাঁর একটি রেস্তোরাঁ আছে। তিনি ঘোষণা দিয়েছেন, করোনাভাইরাসের এই দুর্দিনে বেকারদের ফ্রিতে খাওয়াবে তাঁর রেস্তোরাঁ।
ক্রিকেট বিষয়ক সাময়িকী ‘দ্য ক্রিকেটার’ ওই তথ্য জানিয়েছে। আলিম দার ঘোষণা দিয়েছেন, করোনার দিনগুলোতে বেকার মানুষদের খেতে দেবে তাঁর রেস্তোরাঁ। তবে এজন্য তিনি কোনো অর্থ নেবেন না। তাঁর রেস্তোরাঁর নাম ‘দার’স ডিলাইটো’।
করোনাভাইরাসের কারণে পাকিস্তানসহ বিভিন্ন দেশে নেওয়া হয়েছে লকডাউনের মত সিদ্ধান্ত। যেখানে মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জনসমাগম এড়ানোর মাধ্যমেই ভাইরাসটি সংক্রমণ বন্ধ করা সম্ভব। করোনার কারণে বেকার হয়ে পড়ছে বহু মানুষ।
আলিম দার বলেন, ‘এ লকডাউনের সময় অনেক মানুষ বেকার হয়ে পড়ছে। লাহোরে পিয়া রোডে দার’স ডিলাইটো নামে একটি রেস্তোরাঁ আছে আমার। যারা বেকার হয়ে পড়েছে, তাঁরা আমার রেস্তোরাঁয় এসে বিনা পয়সায় খাবার খেতে পারবেন।’
২০০০ সালে পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ দিয়ে আম্পায়ার হিসেবে অভিষেক হয় আলিম দারের। এখন পর্যন্ত ৩৮৬টি ম্যাচ পরিচালনা করেছেন ৫১ বছর বয়সী এ আম্পায়ার।
আলিম দার বলেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে আর তাতে আক্রান্ত হয়েছে পাকিস্তানও।’ তিনি বলেন, ‘ভাইরাসটির সংক্রমণরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে সরকার একা কিছু করতে পারবে না। আমি সবাইকে বলব, এ ব্যাপারে সরকারকে সাহায্য করার জন্য।’