করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামলেন কোহলি-আনুশকা

Looks like you've blocked notifications!
বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতের অবস্থা নাজুক। ক্রমেই দেশটিতে ভয়াবহ আকার ধারণ করছে ভাইরাসটি। কয়েকদিন ধরে দৈনিক লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। শ্মশানগুলোতে লাশের সারি, হাসপাতালে স্বজনদের আহাজারির দৃশ্য এখন ভারতের নিত্যসঙ্গী।

এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় এক সঙ্গে লড়াইয়ে নেমেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মা। এই কঠিন সময় মোকাবিলার জন্য সবার সাহায্য কামনা করেছেন এই তারকা দম্পতি।

মূলত ভারতের চিকিৎসা ব্যবস্থায় সহায়তার জন্য তহবিল গঠন করতে চাইছেন কোহলি ও আনুশকা। তহবিলে সাত কোটি রুপি সংগ্রহ করতে চাইছেন তাঁরা। এর মধ্যে নিজেরাই দান করেছেন দুই কোটি রুপি।

বাকিদের সহযোগীতার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় কোহলি বলেন, 'মহামারির সঙ্গে লড়াই করার মতো পরিস্থিতি ভারতে অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। আমাদের দেশকে এরকমভাবে কষ্ট ভোগ করতে দেখা আমাদের জন্য সত্যিই কষ্টদায়ক। যারা আমাদের জন্য দিনরাত লড়াই করে আসছে তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের উৎসর্গ প্রশংসনীয়।'

ভারতীয় অনলাইন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম কেটোর মাধ্যমে সাহায্য করছেন এই তারকা দম্পতি। সেখানেই সবাইকে সাহায্য করার আহ্বান জানিয়ে কোহলি আরো বলেন, ‘অনুশকা এবং আমি কেটোতে একটা অভিযান শুরু করেছি। এর মাধ্যমে আমরা কোভিড-১৯ আক্রান্তদের সাহায্য করতে চাই। এই বিষয়ে আপনাদের সাহায্য পেলে আরও ভালো লাগবে। জীবন বাঁচানোর জন্য কোনো অনুদানই ছোটো নয়। এই পার্থক্য গড়ে তুলতে আমরা সবধরনের সাহায্য করতে চাই। তবে এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা আপনাদের সাহায্যও চাই। আমি আপনাদের প্রত্যেককে এই লড়াইয়ে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে এই দেশকে সুরক্ষিত এবং শক্তিশালী করে তুলি।'