করোনায় আক্রান্ত জুভেন্টাস তারকা
একে একে করোনাভাইরাসে আক্রান্তের খবর দিচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সম্প্রতি জুভেন্টাস শিবিরেও করোনা হানা দিয়েছে। কদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের খেলোয়াড় মেরিহ দেমিরাল। এবার আক্রান্তের খবর দিয়েলন তারকা ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।
ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম জানায়, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে গতকাল বৃহস্পতিবার ক্লাবে ফেরেন বোনুচ্চি। ফেরার পরই করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তাঁর।
আপতত বাড়িতে আইসোলেশনে আছেন বোনুচ্চি। করোনায় আক্রান্তের ফলে জুভেন্টাসের আগামী তিন ম্যাচে পাওয়া যাচ্ছে না তাঁকে।
এর আগে দেমিরালের পজিটিভ হওয়ার খবর জানায় জুভেন্টাস। তুরস্কের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে যাওয়া এই ফুটবলার গত ২৬ মার্চ করোনায় আক্রান্ত হন। তিনিও এখন আইসোলেশনে আছেন।