করোনায় আক্রান্ত দুই রিয়াল তারকা
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা খেলোয়াড় এইডেন হ্যাজার্ড ও কাসেমিরো। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমন দুঃসংবাদ পেল রিয়াল শিবির।
সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী গতকাল শনিবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে রিয়াল। স্প্যানিশ চ্যাম্পিয়নরা জানায়, শুক্রবার করোনা পরীক্ষার নমুনা দিয়ে পজিটিভ হয়েছেন কাসেমিরো ও হ্যাজার্ড। দলের বাকি সদস্যরা নেগেটিভ হয়েছেন।
আজ রোববার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সরাসরি সম্প্রচার করা হবে লা লিগার ফেসবুক পেজে।
চলতি লিগে সাত ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে রিয়াল, ড্র করেছে একটিতে। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জিদান শিষ্যরা।
ক্লাবের চেয়ে দুই তারকার আক্রান্তের খবরে বড় ধাক্কা খেল তাঁদের জাতীয় দল। উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড ও ডেনমার্কের বিপক্ষে খেলবে বেলজিয়াম। ওই ম্যাচগুলোর জন্য বেলজিয়ামের স্কোয়াডে আছেন হ্যাজার্ড।
অন্যদিকে, কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। দুই ম্যাচের ব্রাজিল দলে আছেন কাসেমিরো। কিন্তু করোনায় আক্রান্তের কারণে দুজনকেই তাঁদের জাতীয় দলে পাওয়া নিয়ে শঙ্কা আছে। আপাতত দুজনে আইসোলেশনে আছেন।