করোনায় আক্রান্ত যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার

Looks like you've blocked notifications!
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী খেলোয়াড় মাহমুদুল হাসান জয় করোনায় আক্রান্ত। ছবি : সংগৃহীত

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়া পাঁচটি দলের খেলোয়াড়-কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হয়েছে গতকাল শুক্রবার। পরীক্ষায় একজন বাদে সবাই উত্তীর্ণ হয়েছেন।

১২৫ জন ক্রিকেটার ও কর্মকতা করোনা পরীক্ষার নমুনা দেন। পজিটিভ আসা একমাত্র ক্রিকেটার হলেন, মাহমুদুল হাসান জয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড় তিনি। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলার কথা তাঁর।

হোটেল সোনারগাঁওয়ে জৈব-সুরক্ষা বলয়ে যাওয়ার আগে খেলোয়াড় ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হয়।

করোনায় আক্রান্ত হওয়ায় জয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির একাডেমিতে আইসোলেশন থাকবেন।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য জৈব-সুরক্ষা বলয় তৈরি করা হয়। যা আগামী মঙ্গলবার থেকে শুরু হবে।

গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যানেজার শেখ সোহেল রানা বলেন, ‘মাহমুদুল হাসান জয় করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন একাডেমিতে আইসোলেশনে রয়েছেন।’

এদিকে জয়কে ছাড়াই অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম। তবে জয়ের পরিবর্তে কাউকে দলে নেওয়া হবে কি না, তা জানায়নি চট্টগ্রাম।

কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে তাঁর জায়গায় নতুন খেলোয়াড় নেওয়া যাবে।

এ ব্যাপারে চট্টগ্রামের ম্যানেজার বলেন, ‘এখন পর্যন্ত নতুন কোনো খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা আমাদের নেই। জয় সুস্থ হলে তাকেই দলে নেওয়া হবে।’

এদিকে, খেলোয়াড়-কর্মকর্তা ছাড়াও বিসিবি হোটেল স্টাফ, গ্রাউন্ডসম্যান, ব্রডকাস্টারসহ আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়া ব্যক্তিদের করোনা পরীক্ষা করা হয়েছে।

আগামী ২৪ নভেম্বর বঙ্গবন্ধু কাপ শুরু হচ্ছে। ২৬ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম।

চট্টগ্রাম দল : মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মো. মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।