করোনায় আক্রান্ত রোনালদো

Looks like you've blocked notifications!
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ছবি : রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আজ মঙ্গলবার পর্তুগাল ফুটবল ফেডারেশন খবরটি নিশ্চিত করেছে।

করোনায় আক্রান্ত হওয়ায় আগামীকাল বুধবার সুইডেনের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। তাঁকে স্কোয়াডের বাইরে  রাখা হয়েছে। আপাতত দুই সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে তাঁকে।

পর্তুগাল ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোকে জাতীয় দলের অনুশীলনের বাইরে রাখা হয়েছে। তাই সুইডেনের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।'

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘রোনালদো আপাতত ভালো আছেন। কোনো উপসর্গ না থাকলেও তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। রোনালদোর পজিটিভ হওয়ায় দলের সব খেলোয়াড়ের নতুন করে করোনা পরীক্ষা করানো হয়। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসে। তাঁরা সবাই অনুশীলনে যোগ দিতে পারবেন।’

করোনায় আক্রান্ত হওয়ায় শুধু জাতীয় দলের হয়ে সুইডেনের বিপক্ষে নেশনস লিগের ম্যাচেই নয়, জুভেন্টাসের হয়ে সিরি-এ'র পরের ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামতে পারবেন না রোনালদো।

গত রোববার রাতে ইউরোপিয়ান নেশনস কাপের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল রোনালদোর পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি শেষে করোনা পরীক্ষায় রোনালদোর শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ে।

আগামী ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের মুখোমুখি হবে জুভেন্টাস।