করোনায় প্রাণ হারালেন মার্শেইয়ের সাবেক প্রেসিডেন্ট

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিন দিন প্রাণ হারাচ্ছে বহু মানুষ। কদিন আগেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়া ও সাবেক রিয়াল মাদ্রিদ সভাপতি লরেঞ্জো সাঞ্জ। এবার মৃতের তালিকায় যুক্ত হলেন ফরাসি লিগ ওয়ানের দল মার্শেইয়ের সাবেক সভাপতি পাপা দিউফ।

করোনায় আক্রান্ত হয়ে সেনেগালের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন দিউফ। তিনি হলেন সেনেগালে শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী। আজ বুধবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মার্শেই।

২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্শেইয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন দিউফ। ১৯৯১-৯২ মৌসুমের পর তাঁর অধীনে ২০০৯-১০ সালে এসে প্রথমবারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতেছিল মার্শেই।

বিবৃতিতে দিউফের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে মার্শেই। তারা লিখেছে, ‘ক্লাবের ইতিহাসে বড় একজন স্থপতিই হয়ে থাকবেন দিউফ। মার্শেই ক্লাব সারা জীবন তাঁর অবদান মনে রাখবে।’

ক্লাবটির বর্তমান সভাপতি জ্যাক হেনরি দিউফকে তাঁদের নেপথ্যের নায়ক উল্লেখ করে বলেন, ‘কিছু মানুষ থাকেন, যাঁরা পেছন থেকে কাজ করে যান। দাঁতে দাঁত চেপে চেষ্টা করে যান লক্ষ্য অর্জনের। দিউফ ছিলেন সে ধরনেরই একজন ব্যক্তিত্ব। তিনি সমর্থকদের মন জয় করেছিলেন খুব ভালোভাবে।’