করোনা আতঙ্কে ম্যানসিটি তারকা
করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। এর বাইরে নন ফুটবল তারকারাও। এরই মধ্যে কয়েকজন ফুটবলার আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। আবার অনেকেই এই ভাইরাস নিয়ে মহা আতঙ্কে আছেন।
ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনও বিষয়টি চিন্তিত। কিছুদিন ধরে তাঁর পরিবার অসুস্থ থাকায় করোনার ভয় তাড়া করছে এই বেলজিয়াম তারকাকে। আপাতত পরিবার সুস্থ হওয়ায় করোনা থেকে রক্ষা পেয়েছেন বলে মনে হচ্ছে এই মিডফিল্ডারের। বেলজিয়াম এই তারকা মনে করেন, হয়তো তিনিও আক্রান্ত করোনাভাইরাসে।
দুই সপ্তাহের মতো ডি ব্রুইনের পরিবার অসুস্থ ছিল। সেটা করোনাভাইরাসের কারণে কী না তা নিশ্চিত নন তিনি। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'সত্যি বলতে আমি এখন অনেকটা সুস্থ। দুই সপ্তাহ ধরে আমার পরিবারের সবাই অসুস্থ ছিল। প্রথমে আমার ছোট ছেলে, এরপর আমার বড় ছেলে, তারপর আমার স্ত্রী অসুস্থ হয়। ফলে উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। তবে এখন তারা সবাই সুস্থ। আমি জানি না আমাদের করোনাভাইরাস হয়েছে কী না, আমরা এখন ভালোই আছি।'
সুস্থ হয়ে অনুশীলনও শুরু করেছেন ডি ব্রুইন। তিনি বলেন, ‘ওই দুই সপ্তাহ বেশ সন্দেহের মধ্যে ছিলাম, অস্বাভাবিক কেটেছে। আমরা জানতাম না কী হয়েছে। আমি এরপর ট্রেডমিলে দৌড়ানো শুরু করেছি। সাঁতার কেটেছি, কপাল ভালো বাসার নিচতলায় সাঁতার কাটার ব্যবস্থা আছে। নিজে থেকে যতটুকু সুস্থ থাকা সম্ভব, ফিট থাকা সম্ভব, সেটা করছি। কখনো সাঁতার কাটছি, কখনো দৌড়াচ্ছি।'
ম্যানসিটির ফিজিওরা খেলোয়াড়দের কিছু শরীরচর্চার পরামর্শ দিয়েছেন। আপাতত সেই পরামর্শ মানছেন না ডি ব্রুইন, 'ম্যানচেস্টার সিটির ফিজিওরা জিমে গিয়ে বেশ কিছু ব্যায়ামের ভিডিও করে আমাদের পাঠিয়েছে, আমরা সেগুলো দেখে দেখে বাসায় অনুশীলন করতে পারি, নিজেদের ফিট রাখতে পারি। আমি আপাতত দৌড়ানো আর সাঁতার কাটার মধ্যেই আছি, এখনই জিমে গিয়ে দুই-তিন ঘণ্টা কাটানোর পক্ষপাতী নই। এমনিতেই একা একা অনুশীলন করতে অনেক একঘেয়ে লাগে, তাই দৌড় আর সাঁতারের মধ্যেই নিজেকে রেখেছি।'