করোনা মোকাবিলায় বড় অঙ্কের অর্থ দান শচীনের

Looks like you've blocked notifications!

করোনার আক্রমণে বিপর্যস্ত সারা বিশ্ব। বিপর্যস্ত ক্রীড়া ইভেন্টগুলোও। এই প্রাণঘাতী ভাইরাস মোকাবিলায় ব্যক্তিগত উদ্যোগে বড় অঙ্কের অর্থ অনুদান দিচ্ছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি দান করেছেন ৫০ লাখ রুপি।

করোনার আক্রমণে এরই মধ্যে ১৭ ভারতীয় প্রাণ হারিয়েছেন। সারা বিশ্বে এই বিপর্যয়ে ২৪ হাজারের বেশি লোক মারা গেছেন।

শচীনের এই দান ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ। এর আগে অনেক ক্রীড়াবিদই নিজেদের বেতনের অংশ দান করেছেন। এই ভাইরাস রুখতে অনেকেই আবার চিকিৎসার সরঞ্জামও দান করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে শচীনের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, ‘করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে শচীন বড় অঙ্কের অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

এর আগে একাধিকবার সমাজসেবায় এগিয়ে এসেছেন শচীন। অনেক ক্ষেত্রে তিনি নিজেই সংবাদমাধ্যমের নজর এড়িয়ে সেবামূলক কাজ করেছেন।

শচীন ছাড়া করোনা মোকাবিলায় বরোদা পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪০০ মাস্ক তুলে দিয়েছেন ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। পাশাপাশি পুণের এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ধোনি এক লাখ রুপি দান করেছেন।

শুধু তাই নয়, বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি ৫০ লাখ রুপির চাল বিনামূল্যে বিতরণ করবেন।

এক বিবৃতিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাঁর এই পদক্ষেপের জন্য সৌরভকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌরভ গাঙ্গুলী যেসব দরিদ্র মানুষকে বিনামূল্যে ৫০ লাখ রুপির চাল বিতরণ করছেন, এটি আমাদের আশা জাগায়। সৌরভের এই উদ্যোগ অনেক রাজ্যবাসীকে উৎসাহিত করবে।’

এ ব্যাপারে সৌরভ বলেন, ‘করোনাভাইরাসের মোকাবিলায় ইডেনের প্লেয়ার্স ডরমিটরিতে গড়ে তোলা যেতে পারে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র। সরকার চাইলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। এ মুহূর্তে যেটা আমাদের পক্ষে সম্ভব, সেটা তো করতেই হবে।’

অন্যদিকে সিএবির তরফ থেকে ২৫ লাখ এবং সংস্থার সভাপতি অভিষেক ডালমিয়া পাঁচ লাখ টাকা রাজ্য সরকারের ত্রাণ তহবিলে দান করেছেন।