করোনা মোকাবিলায় সাড়ে ৯ লাখ ডলার দিলেন নেইমার
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। চুপ করে নেই ব্রাজিল সুপারস্টার নেইমারও। করোনা মোকাবিলায় দুই ফান্ডে ৯ লাখ ৫০ হাজার ডলার দিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। বাংলাদেশি মুদ্রায় যেটা আট কোটি ৬৪ লাখ টাকার বেশি।
নিজের সাহায্য করার বিষয়টি গোপন রাখতে চেয়েছেন নেইমার। কিন্তু ব্রাজিলের টেলিভিশন চ্যানেল এসবিটি সেটা হতে দেয়নি। বিষয়টি প্রকাশ করে দেয় তারা। পিএসজি তারকার সাহায্যের অঙ্কটাও জানিয়ে দিয়েছে চ্যানেলটি।
কারণ হিসেবে চ্যানেলটি একটি অনুষ্ঠানে ব্যাখ্যা করে, ‘সে (নেইমার) চাইছিল এই দানের বিষয়টি যেন গোপন থাকে, প্রচার করা না হয়। কিন্তু আমরা এটা জনসমক্ষে আনার কারণ একটাই যে, কারো ভালো কাজের প্রচার আমরা সব সময়ই করতে চাই। আমাদের কাছে তথ্যটি আছে। এটা নিঃসন্দেহে ভালো একটি কাজ। খুব ইতিবাচক ব্যাপার। আর আমরা চাই, এটা দেখে অন্য ক্রীড়া তারকাও তাঁদের মতো করে এগিয়ে আসুক।’
নিজের অর্থ মোট দুই ভাগ করে দুই জায়গায় দান করেছেন নেইমার। একটা অংশ গেছে ইউনিসেফের ফান্ডে, আরেকটা অংশ তাঁর নিজ দেশ ব্রাজিলে কোভিড-১৯ মহামারি ঠেকাতে গড়া একটি ফান্ডে।
চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১১ লাখের বেশি বলে জানিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ। করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গেছে ৫৯ হাজার ২২৯ জনে।
বাংলাদেশও পেয়েছে করোনার দুঃসংবাদ। আজ শনিবার পর্যন্ত বাংলাদেশের করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ জন ও মোট মৃতের সংখ্যা আটজন।