করোনা-যুদ্ধ জয়ের পথ বাতলে দিলেন মাশরাফী

Looks like you've blocked notifications!

সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। করোনার কবলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের সব টুর্নামেন্ট। তবে খেলোয়াড়রা চুপ করে নেই। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের মাসিক বেতনের ৫০ শতাংশ অর্থ দিয়ে তহবিল গঠন করছেন ক্রিকেটাররা। শুধু তাই নয়, নিজেদের জায়গা থেকে সবাইকে সচেতন করে যাচ্ছেন তারকা ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে। গত কয়েকদিন ধরে করোনাভাইরাস প্রতিরোধে মানুষদের সচেতন করে যাচ্ছেন তিনি। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক পেজে দারুণ একটি পোস্ট দিয়েছেন এই তারকা ক্রিকেটার। করোনাভাইরাস প্রতিরোধ করা যুদ্ধ জয়ের মতোই মনে করেন তিনি।  

মাশরাফী ফেসবুকে একটি ইলাস্ট্রেশন পোস্ট করে সেখানে ইংরেজিতে লিখেছেন, “ভি_আর_এস। ‘ওনলি “আই” অ্যান্ড “ইউ” ক্যান ব্রেক দ্য চেইন’।”

এর মানে হচ্ছে, শুধু আপনি এবং আমি এই শিকল ভাঙতে পারি। আর ক্যাপশনে লিখেছেন, মনে রাখবেন শুধু আপনি এবং আমি এই যুদ্ধ জিততে পারি।

এর আগে মাশরাফী কবি হেলাল হাফিজের সেই কবিতার মতো করে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে ভক্ত সমর্থকদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়.....। নিরাপদ থাকুন, ঘরে থাকুন।’

আরেক স্ট্যাটাসে মাশরাফী, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকতে ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ করেন।  ফেসবুকে  এক ভিডিও বার্তায় মাশরাফী বলেন, “আশা করি সবাই ভালো আছেন। যদিও ‘ভালো আছেন’ কথাটা এই মুহূর্তে বলা ঠিক কি না, কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত। যেখানেই যাবেন দেখবেন, করোনাভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত। তবে আতঙ্কিত না হওয়ারও কোনো কারণ নাই। পৃথিবীর বড় বড় দেশও এখন বিপর্যস্ত। তারা কোনোভাবেই ট্যাকল দিতে পারছে না।’

দেশের মানুষকে পরামর্শ দিয়ে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘বড় বড় দেশকে দেখছি, তারা ভেঙে পড়ছে। আমাদের দেশটা তো এমনিতে ছোট, মানুষের সংখ্যা অনেক বেশি। আমাদের যদি এ রকম সংকট আসে, আল্লাহ না করুক, কী হতে পারে আমরা সবাই বুঝতে পারছি। এই মুহূর্তে করণীয় অনেক কিছু আছে, যেগুলো আমি মনে করি আমাদের সবারই করা উচিত। এক হচ্ছে, ঘরে বসে আল্লাহকে ডাকা আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর কাছে বলা যে, আল্লাহ আমাদের রহমত করুন।’