কষ্টের জয়ে স্বস্তিতে আর্সেনাল

Looks like you've blocked notifications!
আর্সেনাল ও বার্নালির ম্যাচ। ছবি :  সংগৃহীত

লিগের শুরুটা হয়েছে হতাশা দিয়ে। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছিল আর্সেনাল। সেখান থেকে গত ম্যাচে তুলে নেয় চলতি লিগে নিজেদের প্রথম জয়। এবার বার্নালির মাঠ থেকে তুলে নিল আরেকটি জয়। বার্নালির মাঠে জয় পেতে কষ্ট করতে হলেও স্বস্তিতে আর্সেনাল।

বার্নলির বিপক্ষে গতকাল শনিবার ১-০ গোলে জিতেছে আর্সেনাল। দলের হয়ে ব্যবধান গড়া একমাত্র গোলটি করেছেন মার্টিন ওডেগো।

ব্যবধান গড়া গোলটি আসে প্রথমার্ধেই। ৩০ মিনিটের মাথায় ওডেগোরের দুর্দান্ত ফ্রি কিকে এগিয়ে যায় আর্সেনাল। ওই ব্যবধান ধরে রাখতেই আর্সেনালকে লড়াই করতে হয় পুরো ম্যাচ। শেষ পর্যন্ত জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

দিনের অন্য ম্যাচে অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ের মাধ্যমে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে প্রিমিয়ার লিগের অন্যতম ক্লাবটি। পাঁচ ম্যাচে চার জয় এবং এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

অন্য ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। চলতি লিগে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। চার পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে সাউদাম্পটন। সিটির সমান পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তিনে, চেলসি চারে ও এভারটন পাঁচে আছে। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে আর্সেনাল।