কানপুরে নিউজিল্যান্ডকে চেপে ধরল ভারত

Looks like you've blocked notifications!
ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ। ছবি : সংগৃহীত

কানপুর টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৯৬ রানে। তাই ভারত ৪৯ রানের লিড পেয়েছে। কোহলিরা প্রথম ইনিংসে করেছিল ৩৪৫ রান।

অক্ষর প্যাটেল পাঁচ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং ধস নামান। রবিচন্দ্রন অশ্বিন পান তিন উইকেট।

অবশ্য ম্যাচে নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়েছিল ১৫১ রানে। দ্বিতীয় সেশন থেকেই দাপট দেখাতে থাকেন ভারতীয় স্পিনাররা। চা বিরতির মধ্যে ৫২ রানের মধ্যে আরও চার উইকেট হারায় নিউজিল্যান্ড। বাকি চার উইকেট পড়ে তৃতীয় সেশনে। রস টেলর ১১, হেনরি নিকোলস ২, টম ল্যাথাম ৯৫, ইয়াং ৮৯ রান করে সাজঘলে ফিরেন।

এদিন ৪২.৩ ওভার বল করে ৮২ রানে তিন উইকেট নিয়েছেন অশ্বিন। তাই একটি কীর্তি গড়েন। পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদিকে টপকে বছরের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন ভারতীয় স্পিনার।

এখন অশ্বিনের শিকার ৪১ উইকেট। আর শাহীইনের ৩৯টি। বছরের রুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম ইনিংসে উইকেট পাননি অশ্বিন। এরপর যে ১২টি ইনিংসে বল করেছেন, প্রতিটিতেই উইকেট পেয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টে নিয়েছিলেন ৩২টি উইকেট।

রেকর্ড গড়লেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। মাত্র চারটি টেস্টে সাত ইনিংস বল করেছেন তিনি। এর মধ্যে পাঁচবার পাঁচ উইকেট নিলেন অক্ষর। ভারতের হয়ে তিনিই প্রথম বোলার, যিনি এত কম ম্যাচে পাঁচবার পাঁচ উইকেট নিয়েছেন। তৃতীয় দিনের শেষ দিকে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪ রান করে এক উইকেট হারিয়ে।