কানাডাকে হারিয়ে নক আউটে মরক্কো

Looks like you've blocked notifications!
কানাডাকে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে মরক্কো খেলবে দ্বিতীয় পর্বে। ছবি : সংগৃহীত

পেন্ডুলামের মতো দুলছিল কানাডা-মরক্কোর ম্যাচটি। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় পেয়ে হাফ ছেড়ে বেঁচেছে মরক্কো। কানাডার বিপক্ষে ২-১ গোলে জিতে নিশ্চিত করেছে নক আউট পর্ব। মরক্কোর এমন সফলতায় উচ্ছ্বসিত দেশটির খেলোয়াড় এবং ভক্তরা।

আজ বৃহস্পতিবার রাত ৯টায় কাতারের আল থুমামা স্টেডিয়ামে মাঠে নেমেছিল মরক্কো-কানাডা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে মরক্কো। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারে মরক্কো।

এ দিন ম্যাচ শুরুর চার মিনিটেই গোল করেন হাকিম জিয়াস। মরক্কোকে ১-০ গোলের লিড দেন তিনি। এরপরে কয়েকবার উভয় দল আক্রমণ চালিয়েছিল। ২৩ মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেছিলেন ইউসেফ আন-নেসিরি। গোলটিতে সহায়তা করেন আশরাফ হাকিমি।

২-০ গোলে পিছিয়ে থেকে কানাডা কিছুটা ব্যাকফুটে চলে যায়। তবে ৪০ মিনিটে গোল পেয়েছিল কানাডা। গোলটি কানাডার কোনো খেলোয়াড় করেনি। মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ নিজেদের গোলেই বল ঢুকিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ায় ‘ওন গোল’ এর বোঝা ঘাড়ে চাপেনি। 

তবে সমতায় ফিরতে পারত কানাডা। ৭০ মিনিটে দুর্দান্ত সুযোগ হাতছাড়া হয় তাঁদের। কানাডিয়ান মিডফিল্ডার আতিবা হাচিনসনের বলটি মরক্কোর গোল লাইন ছুঁলেও সেটি গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় কানাডার।

প্রথম দুই ম্যাচে হেরে কানাডার বিদায় নিশ্চিত হয়েছিল আরও আগেই। আর মরক্কো মুখিয়ে ছিল আজকের ম্যাচে জয় তুলে দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে। সে যাত্রায় সফল মরক্কো। ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে মরক্কো খেলবে দ্বিতীয় পর্বে।