কানাডার কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে সানার বিদায়

Looks like you've blocked notifications!
বাংলাদেশি তারকা রোমান সানা। ছবি: সংগৃহীত

গ্রেট ব্রিটেনের প্রতিযোগীকে হারিয়ে ব্যক্তিগত রিকার্ভের শুরুটা দারুণ করেছেন বাংলাদেশের রোমান সানা। কিন্তু দ্বিতীয় রাউন্ডে গিয়েই হেরে খেলেন। কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের বিপক্ষে হেরে আর্চারির দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন রোমান সানা।

তবে দ্বিতীয় রাউন্ডেও লড়াই জমিয়ে তুলেছিলেন বাংলাদেশের এই আর্চার। লড়াই জমিয়ে অল্পের জন্য সানাকে বিদায় নিতে হয় দ্বিতীয় রাউন্ড থেকে। কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের কাছে দ্বিতীয় রাউন্ডে ৪-৬ সেট পয়েন্টে হেরে গেছেন সানা।  

প্রথম রাউন্ডে কিছুক্ষণ আগে ব্রিটেনের টম হলকে হারিয়েছিলেন সানা। টোকিওর ইয়োমেনোসিমা আর্চারি গ্রাউন্ডে ছেলেদের রিকার্ভের এককের প্রথম রাউন্ডে টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়েছেন রোমান সানা। দ্বিতীয় রাউন্ডে রোমানের প্রতিপক্ষ কানাডার ক্রিসপিন ডুয়েনাস।

প্রথম রাউন্ডের লড়াই হয় পাঁচ সেটে। প্রথম সেটে ৩ শটে রোমান মেরেছেন যথাক্রমে ১০, ১০, ৮ (২৮ পয়েন্ট)। ওদিকে টমও প্রথম সেটের ৩ শটে মেরেছেন যথাক্রমে ৯, ৯, ১০ (২৮)। তাই প্রথম সেটে দুজনই ১ পয়েন্ট করে পান। দ্বিতীয় সেটে এগিয়ে যান রোমান। দ্বিতীয় সেটে ১০, ৯ ও ৮ (২৭) মেরেছেন বাংলাদেশি তারকা। টম দ্বিতীয় সেটে মেরেছেন ৯, ৯, ৭ (২৫)।  তৃতীয় সেটেও এগিয়ে ছিলেন সানা। কিন্তু চতুর্থ সেটে হোঁচট খেয়ে যান। তবে চূড়ান্ত সেটে ভালোভাবেই খেলেছেন সানা। ওই সেটে ৯, ১০ ও ১০ (২৯) মেরেছেন তিনি।

এর আগে মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকীসহ লড়েন সানা। দিয়াকে নিয়ে শেষ দল হেসেবে নিশ্চিত করেন শেষ ষোলো। কিন্তু শেষ ষোলোর পর আর যেতে পারেননি। নবম হয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন রোমান-দিয়া জুটি।

ইউমেনোশিমা ফিল্ডে রিকার্ভ মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হারে বাংলাদেশ। রোমান ও দিয়ার বিপক্ষে দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেন আন সান ও কিম জে ডিওক জুটি।