কাল নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ

Looks like you've blocked notifications!

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়রা দুই দলে ভাগ হয়ে অনুশীলন ম্যাচটি খেলবে। ম্যাচের পর সিরিজের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে।

পরে আগামী শুক্রবার নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী শ্রীলঙ্কা দল।

সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। তাই সিরিজের জন্য তাঁদের বিবেচনা করা হবে না।

সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে তারা।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট।

সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।