কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামীকাল বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
বৃষ্টির কারণে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এবারের আসরের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তারা স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২ মার্চ শ্রীলঙ্কার সঙ্গে। ৮ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল।
বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (অধিনায়ক), শামিমা সুলতানা (উইকেটরক্ষক), মুরশিদা খাতুন, আয়শা রহমান, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রুমানা আহমেদ, সানজিদা ইসলাম, রিতু মনি ও সোবাহানা মোস্তারি।