কিংবদন্তি হকি খেলোয়াড় ও সংগঠক শামসুল বারী আর নেই
সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী আর নেই। আজ ভোর পাঁচটার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শামসুল বারীর জানাজা অনুষ্ঠিত হয়।
শামসুল বারী দীর্ঘ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৮ থেকে ২০০৭ পর্যন্ত দীর্ঘ ১৮ বছরের বেশি সময় এই পদে ছিলেন। এর আগে ১৯৮৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ফেডারেশনের যুগ্ম সম্পাদক ছিলেন।
শুধু তাই নয়, শামসুল বারী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিব ছিলেন।
১৯৪৬ সালের ৮ জুলাই রাজশাহীতে জন্ম শামসুল বারীর। ঢাকার আরমানিটোলা স্কুল থেকে হকির হাতেখড়ি তাঁর। মোহামেডানের হয়ে ঢাকার হকিতে খেলা শুরু করেন। ১৯৬৪ সালে এক মৌসুম খেলে ১৯৬৫ সালে চলে যান পুরানো ঢাকার মাহুতটুলী ক্লাবে। ১৯৭৪ পর্যন্ত সেই ক্লাবেই খেলেন। পরে চার মৌসুম আবাহনীতে খেলেন।
তিনি পূর্ব পাকিস্তান দলে খেলেছেন ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত। ১৯৭২ সালে ভারতের নেহরু কাপে খেলেন। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে পূর্ব পাকিস্তানের হয়ে খেলেন তিনি।
এই কিংবদন্তি সংগঠক ও খেলোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এছাড়া বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস রাইটার্স কমিউনিটি শোক প্রকাশ করেছে।