কিরগিজস্তানকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের

Looks like you've blocked notifications!
কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

নেপালে ত্রিদেশীয় ফুটবল সিরিজে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে দিয়েছে লাল-সবুজের দল। আজ মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে।

অবশ্য ম্যাচের একমাত্র গোলটি এসেছে আত্মঘাতী থেকে। ম্যাচের ৩০ মিনিটে সাদ উদ্দিনের ডান প্রান্তের নিচু ক্রসে ডিফেন্ডার কুমারবাজ উল্লু বায়ামান ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

অবশ্য খেলার সমতা আনার সুযোগ পেয়েছিল কিরগিজস্তান। কিন্তু বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তায় তারা পারেনি সফল হতে। ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশও। স্ট্রাইকারদের ব্যর্থতায় ব্যবধান বড় করতে পারেনি তারা।

ম্যাচে বাংলাদেশ দলের হয়ে তিনজনের অভিষেক হয়েছে। বসুন্ধরা কিংস ডিফেন্ডার রিমন হোসেন, মোহামেডান ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের স্ট্রাইকার মেহেদী হাসান। তবে নিয়মিত একাদশে সুযোগ পাননি অধিনায়ক জামাল ভূঁইয়া।

অবশ্য কিরগিজস্তান মূল জাতীয় দলকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। গত রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ ৩-১ ও ২-০ গোলে হেরেছিল।

এই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে তারা। আর ২৯ মার্চ হবে ফাইনাল।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ, হাবিবুর রহমান সোহাগ ও সাদ উদ্দিন।