‘কুফা’ কোহলিকে আটকাতে স্বাক্ষর সংগ্রহ চলছে
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরটা তিক্ত ছিল অধিনায়ক বিরাট কোহলির ভারতের। সেই বিপর্যয় শেষে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট দল। সেই সঙ্গে ব্যাডপ্যাচ কাটিয়ে ছন্দে ফিরতে চান কোহলিও।
ক্রিকেট পরিসংখ্যান বলছে আর মাত্র ১৩৩ রান করলেই কিংবদন্তি শচিন টেন্ডুলকরের ওয়ান ডে রেকর্ড ধরে ফেলবেন কোহলি। কিন্তু নিজের রেকর্ড কোহলির যত ভালোই হোক, এবার ক্রিকেট ভক্তরা কোহলির সম্পূর্ণ বিরোধী।
সম্প্রতি কোহলির একটা বদনাম রটে গেছে ক্রিকেট পাড়ায়। আর তা হলো, আইসিসির কোনো ফাইনাল খেলায় কোহলি শুভকামনা জানালেই ঘটছে উল্টোটা! তার মানে, ওই দল আর সাফল্য পায় না!
এর বাস্তব উদাহরণ সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। ওই ফাইনালে ভারতীয় নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন কোহলি। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে পাত্তাই পায়নি ভারতের মেয়েরা। তার পরই বেজায় ক্ষেপেছে ভক্তরা।
ভারতীয় অধিনায়ক তাই আর যেন কোনো টুর্নামেন্টের আগে কাউকে শুভেচ্ছা বার্তা না দেন, এই মর্মে তাঁর বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। ‘চেঞ্জ ডট ওআরজি’ নামে একটি ওয়েবসাইটে চলছে এমন স্বাক্ষর সংগ্রহ। যেখানে কোহলিকে অশুভ (পনৌতি) বলা হয়েছে।
ওই ওয়েবসাইটের অভিযোগ, কোহলি শুভেচ্ছা জানালেই ভারতীয় দল আর আইসিসি টুর্নামেন্ট জিততে পারে না। তাই এখন থেকে যেকোনো মূল্যে কোহলিকে আটকাতে হবে, খবর ইন্ডিয়া টুডে।