কোহলিকে নির্বাচকের দায়িত্ব দেওয়ার দাবি!

Looks like you've blocked notifications!

ভারতের নির্বাচক কমিটির প্রতি অনেক ক্রিকেটারই অনাস্থা প্রকাশ করেছেন। সুরেশ রায়না ও ইরফান পাঠানের মতো তারকারা রয়েছেন সেই তালিকায়। এবার সদ্য সাবেক প্রধান নির্বাচক এমএসকে প্রসাদকে একহাত নিলেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

সম্প্রাতি গৌতম গম্ভীর দাবি করেছেন, এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বেশ কিছু হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে। তাই দল নির্বাচনে কোচ ও অধিনায়কের মত গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে গম্ভীর বলেন, 'এখন সময় এসেছে অধিনায়কের দল নির্বাচনে ভূমিকা পালন করার। কোচ ও অধিনায়ক দুজনকেই নির্বাচক কমিটিতে থাকতে পারেন। প্রথম একাদশ কী হবে, তা নিয়ে নির্বাচকদের কোনো মতামত থাকা উচিত নয়। প্রথম একাদশ পুরোপুরি অধিনায়কের নিজের দায়িত্বে ঠিক করা উচিত। একইভাবে অধিনায়ক ও কোচকেও নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করতে দেওয়া উচিত। কারণ সেই দলের পারফরমেন্স তাদেরও দায়িত্ব থাকে।'

এর আগে এমএসকে প্রসাদ জানিয়েছিলেন, 'আমাদের নিয়ম অনুযায়ী, অধিনায়কের মতামত থাকে। তবে নির্বাচনে ভোটিং প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না।'

গম্ভীর এই প্রসঙ্গে এমএসকে প্রসাদকে থ্রি ডি বিতর্কের প্রসঙ্গে বলেন, 'গত কমিটির বেশ কিছু সিদ্ধান্ত চমকে দেওয়ার মতো। কিছু বিবৃতি প্রধান নির্বাচকের কাছ থেকে আশা করা যায় না।'

এর আগে একাধিক সাবেক ক্রিকেটার নির্বাচকদের অভিজ্ঞতার অভাবের কথা বলেছিলেন। সুনীল গাভাস্কার বলেছিলেন, নির্বাচকরা মোটেই অভিজ্ঞ নন।