কোহলিকে বেঙ্গালুরু ছাড়ার বার্তা পিটারসেনের
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারও শূন্য হাতে ফিরতে হলো বিরাট কোহলিকে। গত আসরে প্লে-অফে উঠলেও এবার সেটাও সম্ভব হয়নি। তাইতো এবার কোহলিকে বেঙ্গালুরু ছাড়ার বার্তা দিলেন ইংলিশ তারকা কেভিন পিটারসেন। আরসিবি ছেড়ে কোহলিকে দিল্লি ক্যাপিটালসে ফেরার পরামর্শ দিলেন পিটারসেন।
প্রথম পর্বে বেঙ্গালুরু নিজেদের শেষ ম্যাচ জিতলেই প্লে-অফে যেতে পারতো। সেঞ্চুরি করে পথ অনেকটা এগিয়েও দিয়েছিলেন কোহলি। কিন্তু বোলাররা পারল না গুজরাট টাইটান্সকে থামাতে। শেষ ওভারের রোমাঞ্চে বেঙ্গালুরুকে হারিয়ে দেয় গুজরাট। সেই সঙ্গে আসর থেকে বিদায়ও নিশ্চিত হয় কোহলিদের।
ওই ম্যাচের পর ইংল্যান্ডের সাবেক ব্যাটার ছোট্ট একটি পিটারসেন টুইট করে লেখেন, ‘সময় হয়েছে বিরাটের ক্যাপিটালসে যোগ দেওয়ার।’
সেই ২০০৮ সাল থেকে আরসিবির হয়ে খেলেন কোহলি। পরবর্তী সময়ে নেতৃত্বও দিয়েছেন আরসিবিকে। এরপর ২০২১ সালে অধিনায়কত্ব ছেড়ে দিলেও দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।