কোহলিকে স্লেজিং করো না, অস্ট্রেলিয়াকে স্টিভ ওয়াহর বার্তা

Looks like you've blocked notifications!
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও দুই অসি তারকা। ছবি : সংগৃহীত

ভারত-অস্ট্রেলিয়া লড়াই মানেই টানটান উত্তেজনা। শক্তিশালী দুই দলের লড়াইয়ের সঙ্গে চলে স্লেজিং। কদিন বাদেই অস্ট্রেলিয়া সফরে উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এ সফরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে স্লেজিং না করার আহ্বান জানালেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।

সাবেক এই অসি অধিনায়কের মতে, কোহলিকে স্লেজিং করলে উল্টো ফল হতে পারে। তাই অস্ট্রেলিয়াকে নিজেদের বিপদ ডেকে না আনার আহ্বান জানান তিনি। 

আইপিএলের ফাইনাল শেষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সিরিজের আগেই দুদলের আসন্ন লড়াই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ভিডিও বার্তায় নিজ দেশের ক্রিকেটারদের সতর্ক করলেন স্টিভ ওয়াহ। 

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ বলেন, ‘স্লেজিং করে কোহলিকে রাগিয়ে মোটেও লাভ নেই। বড় ক্রিকেটারদের ক্ষেত্রে এই কৌশল (স্লেজিং) কাজে আসে না। ওদের নিজের মতো খেলতে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বরং ওসব করলে কোহলি অতিরিক্ত মোটিভেশন পেয়ে আরো ঝাঁপিয়ে পড়তে পারে। তাই ওদের উচিত বেশি কিছু না বলা।’ 

কোহলির প্রশংসা করে অসি তারকা আরো বলেন, ‘কোহলি আগের থেকে আরো পরিণত হয়েছে। মাঠে ওকে সব সময় চনমনে দেখা যায়। আগে হয়তো নিজের আবেগ চাপিয়ে রাখতে পারত না। তবে এখন কিন্তু নিজের ওপর অনেক নিয়ন্ত্রণ এনেছে কোহলি। ভারত যে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ওপরে,  তা প্রমাণ করার জন্য বিদেশের মাটিতে জিততে সে মরিয়া থাকবে। কোহলি জাতীয় দলকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে, যেখানে হয়তো ওরা আগে পৌঁছাতে পারেনি।’

দুই দলের সবশেষ সিরিজে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি স্টিভেন স্মিথ। এবার কোহলি-স্মিথের লড়াই দারুণ জমবে বলে মনে করেন স্টিভ ওয়াহ, ‘কোহলি বিশ্বমানের ক্রিকেটার। অবশ্যই সে চাইবে সিরিজের সেরা ব্যাটসম্যান হতে। শেষবার ভারতে যখন কোহলি ও স্মিথ মুখোমুখি হয়েছিল, স্মিথ দাপট দেখিয়েছিল তিন সেঞ্চুরিতে, কোহলি বেশি কিছু করতে পারেনি। এবার এটা নিশ্চয়ই কোহলির মনের কোণে থাকবে যে আগেরবার স্মিথের চেয়ে কম রান করেছে। এবার তাই সে প্রচুর রান করতে চাইবে। আর সেটা যদি করতে পারে, ভারতের জয়ের সম্ভাবনাও বেশি থাকবে।’