কোহলিদের উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রস টেইলর। তাঁর সেঞ্চুরিতে ভর করে ভারতকে চার উইকেটে হারায় স্বাগতিকরা। আজ শনিবার দ্বিতীয় ওয়ানডেতেও ফের কিউইদের ত্রাতা হয়ে ওঠেন ৩৫ বছর বয়সী টেইলর। ব্যাট হাতে খেলেন ৭৩ রানের অপরাজিত ইনিংস। তাঁর ইনিংসে ভর করে পাওয়া লক্ষ্য নিয়ে ভারতকে ২২ রানে হারায় নিউজিল্যান্ড। আর এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজ জিতে ২-০ তে এগিয়ে গেল কিউইরা। নিশ্চিত হয় সিরিজ জয়।
অকল্যান্ডে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে নয় বল বাকি থাকতে ২৫১ রানে গুটিয়ে যায় ভারত।
এদিন আগে ব্যাট করতে নেমে ১৯৭ রান তুলতেই আট উইকেট হারিয়ে ফেলেছিল কিউইরা। সেখান থেকে অপরাজিত ৭৩ রান করে দলকে ২৭৩ রানের সংগ্রহ এনে দেন টেইলর।
নবম উইকেটে লোয়ার অর্ডারের কাইল জেমিসনকে নিয়ে ৭৬ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়েন টেইলর। তাতেই লড়াইয়ের পুঁজি পায় স্বাগতিকরা। অবশ্য দারুণ খেলেছেন ওপেনার মার্টিন গাপটিলও। শুরুতে নেমে ৭৯ বলে আট বাউন্ডারি আর তিন ছক্কায় ৭৯ রান করেন গাপটিল। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানে ভর করে ভারতকে ২৭৪ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। এ ছাড়া ৪১ রান করেন আরেক ওপেনার হেনরি নিকোলস।
ভারতের পক্ষে বল হাতে ৫৮ রানে তিন উইকেট নেন চাহাল। ৬০ রান খরচায় দুই উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর।
জবাবে ব্যাট করতে নেমে ২৫১ রানে অলআউট হয় ভারত। শুরুতে দ্রুত উইকেট হারানোর পর ভারতের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। তিনি হাফসেঞ্চুরি করে ফিরলে দলকে বাঁচাতে চেষ্টা করেন যাদেজা। কিন্তু কিউই বোলাদের সামনে কোনো চেষ্টাই কাজে আসল না। ৪৮.৩ ওভারেই অলআউট হয় বিরাট কোহলির দল। ৭৩ বলে ৫৫ রান করেন জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২৭৩/৮ (গাপটিল ৭৯, নিকোলস ৪১, টম বান্ডেল ২২, টেইলর ৭৩*, লাথাম ৩, নিশাম ৩, গ্র্যান্ডহোম ৫, মার্ক ১, সাউদি ৩, জেমিসন ২৫*; ঠাকুর ১০-১-৬০-২, বুমরাহ ১০-০-৬৪-০ চাহাল ১০-০-৫৮-৩, জাদেজা ১০-০-৩৫-১)
ভারত : ২৫১/১০ ( পৃথ্বী ২৪, মায়াঙ্ক ৩, কোহলি ১৫, শ্রেয়াস ৫২, রাহুল ৪, যাদেব ৯, যাদেজা ৫৫, ঠাকুর ১৮, সোহানি ৪৫, চাহাল ১০, বুমরাহ ০; ৯-০-৫৮-২, সাউদি ১০-১-৪১-২, জেমিসন ১০-১১-৪২-২, কোলিন ১০-১-৫৪-২, নিশাম ৯.৩-০-৫২-১)।
ফল : ২২ রানে জয়ী নিউজিল্যান্ড।