কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে গাভাস্কারের সমালোচনা

Looks like you've blocked notifications!
পিতৃত্বকালীন ছুটি নিয়ে যা বললেন ভারতীয় সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে যাচ্ছেন। বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েও দিয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কপিল দেবের পর আরেক সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার তা নিয়ে কড়া সমালোচনা করেছেন।

মিড ডেতে লেখা কলামে গাভাস্কার জানিয়েছেন, পিতৃত্বকালীন ছুটির জন্য তিনি বোর্ডের কাছে ছুটির আবেদনই করেননি। দেশের হয়ে খেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

গাভাস্কার লিখেছেন, ‘সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটির আবেদনই করিনি আমি। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য যখন আমি জাতীয় দলের সঙ্গে দেশ ছেড়েছিলাম, তখনই জানতাম যে, সফর চলাকালীন আমার সন্তানের জন্ম হবে। আমি ভারতের হয়ে খেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, আমার স্ত্রী এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন।'

ভারতীয় সাবেক তারকা আরো বলেন, ‘নিউজিল্যান্ডে চোটে আক্রান্ত হওয়ার পর ডাক্তার আমাকে চার সপ্তাহ বিশ্রামে যাওয়ার পরামর্শ দেন। পরের টেস্ট ছিল তিন সপ্তাহ পরে ওয়েস্ট ইন্ডিজে। আমি ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্ট খেলছিলাম।’

গাভাস্কারের প্রশংসা করে কপিল দেব বলেন, ‘এমন পরিস্থিতিতে সুনীল গাভাস্কারও পড়েছিলেন। তবে তিনি সফর ছেড়ে দেশে ফেরত যাননি। তাই অনেদিন নবজাতকের মুখ দেখতে পারেননি।’