কোয়ারেন্টিনে যা করছেন তাসকিনরা

Looks like you've blocked notifications!
তাসকিনের সেলফিতে সতীর্থরা। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছার পর প্রথম দুদিন হোটেল রুমেই কেটেছে ক্রিকেটারদের। এমনকি একজনের সঙ্গে আরেকজনের দেখা করাও মানা ছিল। অবশেষে দুদিন পর বাইরের বাতাসে বের হতে পারলেন তাঁরা। সফরে গিয়ে আজ শুক্রবার প্রথমবারের মতো হোটেল রুমের বাইরে বের হওয়ার সুযোগ পেয়েছেন ক্রিকেটারেরা। এদিন ৩০-৪০ মিনিট মুক্তবাতাসে হাঁটাচলার পর কোয়ারেন্টিন কেমন কাটছে, জানালেন দলের তারকা পেসার তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২০ মার্চ থেকে শুরু হয়ে যা চলবে ১ এপ্রিল পর্যন্ত। এই ছোট সূচির জন্য বাংলাদেশকে থাকতে হচ্ছে প্রায় দেড় মাসের মতো। নভেল করোনাভাইরাসের কারণে এই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় এই নতুন অভিজ্ঞতা নিয়ে তাসকিন বলেন, ‘এ রকম আইসোলেশন একটা আলাদা অভিজ্ঞতা। আগে কখনও এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য হাঁটার সুযোগ পেয়েছি। সবার মধ্যে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হয়েছে।’

তাসকিন আরও যোগ করেন, ‘ভালো লাগছে যে, টানা দুদিন একদম রুমবন্দি থাকার পর বাইরে হাঁটার সুযোগ পেলাম। প্রথম করোনার পরীক্ষায় সবার নেগেটিভ আসার পর আমাদের হাঁটতে দিয়েছে। আরও কিছু টেস্ট বাকি আছে। এরপর আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারব। সবমিলিয়ে আলাদা অনুভূতি। চাইব যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক, ততই ভালো।’

এরপর কোয়ারেন্টিনে কেমন সময় কাটছে সেটার ব্যাখ্যা করে তাসকিন যোগ করেন, ‘এই সময়টা পরিবারের সঙ্গে (ফোনে) কথা বলে, সিনেমা দেখে কাটছে। বিসিবি থেকে আমাদের কিছু শরীরচর্চারও ব্যবস্থা করে দিয়েছে। কিছু কর্মসূচি দেওয়া হয়েছে ঘরে যেসব শরীরচর্চা করা সম্ভব সেগুলো করার জন্য। তো সবমিলিয়ে এভাবেই সময়টা কেটে যাচ্ছে। কিছু শরীরচর্চা, সিনেমা, পরিবারকে সময় দেওয়া— এভাবেই যাচ্ছে।’