ক্যাঙ্গারুর পুতুল দেখে কেক কাটেননি রাহানে

Looks like you've blocked notifications!
ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া বধ করে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। নেতৃত্বগুণে প্রশংসায় ভাসছেন বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতের দায়িত্ব নেওয়া আজিঙ্কা রাহানে। ব্রিসবেন টেস্ট শেষে নিজ শহরে মুম্বাইতে ফিরেছেন তিনি। অধিনায়কের ফেরার আনন্দ উদযাপন করতে কেক নিয়ে আসেন প্রতিবেশীরা। কিন্তু কেকের ওপর ক্যাঙ্গারুর পুতুল দেখে সেই কেক কাটতে রাজি হননি ভারতীয় এই তারকা।

চোটে জর্জরিত দল নিয়ে অসি মুল্লুকে দাপট দেখিয়েছেন রাহানে। নিয়মিত তারকাদের ছাড়া ভারতকে জিতিয়ে প্রশংসায় ভাসছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। অস্ট্রেলিয়া থেকে ফিরে নিজ শহর মুম্বাইতে জমকালো অভ্যর্থনা পান তিনি। প্রতিবেশীরা প্রথমে রেড কার্পেট পেতে স্বাগত জানান ইতিহাস তৈরি করা অধিনায়ককে। তারপর কেক নিয়ে আসেন রাহানের জন্য। ওই মুহূর্তটি একটি মারাঠি টিভি চ্যানেলে লাইভ দেখানো হচ্ছিল বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

মেয়েকে কোলে নিয়ে প্রতিবেশীদের অভ্যর্থনায় আপ্লুত হয়ে যান রাহানে। কিন্তু ক্যাঙ্গারু কেক দেখে সেটা কাটেননি। কারণ, ক্যাঙ্গারু হল অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকের একটি। অসিদের মুদ্রাতেও ক্যাঙ্গারুর ছবি রয়েছে। অস্ট্রেলিয়ার অন্যতম প্রতীক হল এই বিপন্ন জন্তু। তাই অস্ট্রেলিয়াকে সম্মান জানাতে সেই কেক কাটেননি রাহানে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, হোম শেফ বেকারির মালিক অদিতি এই কেকটি বানিয়েছিলেন।  কেকের ওপরে বসানো হয়েছিল একটি পুতুল ক্যাঙ্গারু। তার পায়ে প্যাড, সামনে দাঁড় করানো একটি ব্যাট। হাতে ধরা ভারতের পতাকা। নিচের সারিতে রাহানের ছবি। অদিতি জানিয়েছেন, তাঁর পার্টনার এবং সাবেক রনজি ক্রিকেটার জিতেন্দ্র ঠাকুর এমন কেক বানানোর পরামর্শ দেন। যাতে কিছু নতুনত্ব থাকে। কিন্তু অস্ট্রেলিয়ার প্রতি সম্মান জানিয়ে কেকটি কাটেননি রাহানে।

  

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বেশ সফল রাহানে। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ভারতকে পাঁচটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার মধ্যে চারটিতে জিতেছে ভারত; একটিতে ড্র করেছে।