ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত টাইগাররা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাঠে গড়াবে আর কদিন বাদে। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ রোববার বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। গত ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তাই দীর্ঘ বিরতির পর বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজ হচ্ছে।

তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত  এ ব্যাপারে বলেন, ‘খুবই ভালো লাগছে, দীর্ঘ বিরতির পর আমরা জাতীয় দলে একসঙ্গে আছি। আজ দারুণ অনুশীলন সেশন হয়েছে। আমরা অনেক উপভোগ করেছি। অবশ্য আমরা সম্প্রতি একটা টুর্নামেন্ট খেলেছি। কিন্তু জাতীয় দলের ড্রেসিংরুমে একসঙ্গে থাকার অনুভূতি আলাদা।’

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দলের সেরা ১২ জন খেলোয়াড় এই সফরে আসেননি। ওয়েস্ট ইন্ডিজ দল কিছুটা দুর্বল বলে বাংলাদেশের সাফল্য পাওয়ার সুযোগ বেশি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পয়েন্টের দেখা পায়নি বাংলাদেশ। তাই প্রথমবার পয়েন্ট পাওয়ার ভালো সুযোগ থাকছে টাইগারদের।

সিরিজটির গুরুত্ব অনেক বেশি। ভারতে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ঝুলিতে পয়েন্ট সংগ্রহ করতে হবে। র‌্যাঙ্কিংয়ে সারা আটের মধ্যে থাকলেই পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। তা না হলে বাছাই পর্ব খেলতে হবে তাদের।

সিরিজে সাফল্য পেতে আশাবাদী শান্ত বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। যদিও আমরা এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছি। এরই মধ্যে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ খেলেছি। তাই আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’