এসএ গেমস

ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জয় করল বাংলাদেশের মেয়েরা

Looks like you've blocked notifications!

সাউথ এশিয়ান (এসএ) গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ রোববার নেপালের পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯১ রান করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ৮৯ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ ওভারে দলীয় ১৬ রানে থারিকা সেওয়ানদির বলে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার মুর্শিদা খাতুন। রানের খাতায় মুর্শিদা যোগ করেন ১৪ রান।

ইনিংস বড় হতে না হতেই দলীয় ৩৬ রানে বড় ধরনের হোঁচট খায় বাংলাদেশ। সপ্তম ওভারেই বাংলাদেশ হারায় চারটি উইকেট। অফস্পিনার উমেশা থিমাশিনির শিকার হন আয়েশা রহমান, সানজিদা ইসলাম, ফারজানা হক ও রিতু মনি। ওই ওভারে কোনো রানই নিতে দেননি থিমাশিনি। তবে হ্যাটট্রিকের সম্ভাবনা থাকলেও তা পূরণ হয়নি তাঁর।

এর পর ধীরেসুস্থে এগোতে থাকে বাংলাদেশ। পরে চার ওভার গেলেও বাংলাদেশের রানের খাতায় যোগ হয় মাত্র ৬ রান।

কিন্তু এর পর দলীয় ৪২ রানে আবারও হোঁচট খায় বাংলাদেশ। রানাতুঙ্গার বলে দিলহারির হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক সালমা খাতুন। তিনি করেন মাত্র ৩ রান।

এর পর নিগার সুলতানার ব্যাটে ভর করে রক্ষণাত্মকভাবে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তাঁকে সঙ্গ দেন ফাহিমা খাতুন। ফাহিমা ১৫ রান করে সানদিপানির বলে আউট হন। পরে ক্রিজে নেমে জাহানারা আলম করেন ২ রান। দিলহারি বলে আউট হয়ে সতীর্থের পথ ধরেন তিনিও।

এর পর নামেন নাহিদা আক্তার। তবে শেষ পর্যন্ত ম্যাচে টিকে থেকে ৩৮ বলে অপরাজিত ২৯ রান করেন নিগার। তাঁর ব্যাটে চড়েই কিছুটা এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ৮ উইকেটে ৯১।

জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৮৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। যদিও ম্যাচের শেষটায় ছিল টানটান উত্তেজনা। কারণ, কম রানের টার্গেট হলেও শেষমেশ বোলারদের জন্যই ২ রানের জয় পায় লাল-সবুজের দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ নারী ক্রিকেট দল : ২০ ওভারে ৯১/৮ (মুর্শিদা ১৪, আয়েশা ২, সানজিদা ১৫, নিগার ২৯*, ফারজানা ০, রিতু ০, সালমা ৩, ফাহিমা ১৫, জাহানারা ২, নাহিদা ০*; সানদিপানি ১/১৮, সেওয়ান্দি ১/২০, দিলহারি ১/২০, থিমাশিনি ৪/৮, রানাতুঙ্গা ১/৬, নিশানসালা ০/১৬)।

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল : ২০ ওভারে ৮৯/৯ (থিমাশিনি ৭, আনালি ১, মাদাভি ৩২, সানদিপানি ০, দিলহারি ৪, আপ্সারা , সান্দামিনি ১০, ভিজেনায়েকে ১, নিশানসালা ১ ; জাহানারা ১/১৭, সালমা ১/১২, নাহিদা ২/৯, খাদিজা ১/২১, ফাহিমা ০/২৫)।